স্টাফ রিপোর্টার : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল রাউন্ড ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সাভার উপজেলা পরিষদে ফাইনাল রাউন্ড ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সাভার। ফাইনাল রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়। আর রানার্স আপ হন ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম। প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে পুরষ্কার তুলে দেন।
সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সাভার শাখার সভাপতি শওকত আলী মাহমুদ। সভা পরিচালনা করেন সমাজ সেবায় রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব সালাউদ্দিন খান নঈম। অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।