বৃহস্পতিবার, 22 মে 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৮

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা।

আহতরা হলেন, এনসিপির অঙ্গসংগঠন শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাভারের যুগ্ম সদস্যসচিব তাওহিদুল ইসলাম সানভি, উপজেলার সিনিয়র মুখপাত্র হৃদয় হাসান, সিটি ইউনিভার্সিটির সদস্যসচিব তাওহিদ আহমেদ শান্তসহ আরও চারজন।

সাভারের আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে

এ বিষয়ে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, 'আমরা রাতে ওই এলাকায় ঘুরতে যাই। সেখানে অবৈধ সীসা কারখানায় সীসা পোড়ানো হচ্ছে দেখতে পেয়ে তাৎক্ষণিক আশুলিয়া থানার ওসিকে জানাই। তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে দিতে বলেন। আমরা ভিডিও নিয়ে গোহাইলবাড়ি এলাকায় আসলে একটি গাড়ি ও মোটরসাইকেলে করে ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এসময় আমাদের আটজন নেতাকর্মীর আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, ঘটনা শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 


News Writer

SB

সর্বাধিক পঠিত