স্টাফ রিপোর্টার : জার্মান রাষ্ট্রদূত ম্যাথিয়াস লুটেনবার্গের বিদায় উপলক্ষে নিজ বাসভবনে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বুধবার (১৪ মে) তার গুলশান-২ এর বাসায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকসহ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ১২ দেশের কূটনীতিকরা। অতিথিদের স্বাগত জানান ড. আব্দুল মঈন খানের স্ত্রী অ্যাডভোকেট খন্দকার রোখসানা।
বিজ্ঞাপন
সূত্র জানায়, নৈশভোজে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। বিএনপির পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের কাছে বর্তমান বাস্তবতা তুলে ধরা হয়। আলোচনা হয় ভবিষ্যতের করণীয় নিয়েও।
তবে নৈশভোজে অংশ নেওয়া কারও পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি।