বৃহস্পতিবার, 22 মে 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে রুবেল মণ্ডল (৩৫) নামের এক যুবককে দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) দুপুরে উপজেলার আশুলিয়া ইউনিয়নের দেউন এলাকার নিহত রুবেল মণ্ডলদের নিজস্ব মাছের খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল মণ্ডল আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার মো. নায়েব আলী মণ্ডলের ছেলে।

এ ছাড়া তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মণ্ডলের ছোট ভাই। রুবেল মণ্ডল তার ভাইয়ের মাছের খামার, ঝুট ব্যবসা ও বালুর ব্যাবসা দেখাশোনা করতেন।

পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টারদিকে দেউন এলাকার একটি মাছের খামারের পাশে নির্জন স্থানে রুবেল মণ্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শুরু করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়েছিল।

নিহতের বড় ভাই আলমগীর মণ্ডল জানান, রুবেল মণ্ডল ঢাকায় চাকরি করত এবং বাকি সময় মাছের খামারে কাজ করত।

বুধবার সকালে রুবেল মণ্ডলকে বাসা থেকে ডেকে আনে স্থানীয় আব্বাস মণ্ডলের ছেলে শান্ত (৩০), মৃত আশক আলী মণ্ডলের ছেলে কুদ্দুস মণ্ডল ও তার ভাই আমজাদ মণ্ডল। ১৫ দিন আগেই তাকে হত্যার হুমকি দিয়েছিল শান্ত, মুনসুর, আকবর, কুদ্দুস, আমজাদ, জাহিদুল, জাকির হোসেন ও আলাউদ্দিন। পরে দুই দিন আগে জোরপূর্বক তারা ওই খামার থেকে মাছ মেরে নিয়ে গেছে। আমি এই ঘটনার বিচার চাই এবং হত্যাকারীদের ফাঁসি চাই।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।


News Writer

SB

সর্বাধিক পঠিত