বৃহস্পতিবার, 22 মে 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় পরিত্যক্ত স্কুল ব্যাগে মিলল পিস্তল ও বোমা

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার একটি মাঠ থেকে পরিত্যক্ত স্কুল ব্যাগের ভেতর থেকে দেশীয় পিস্তল, রামদা ও হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে জামগড়ার রূপায়ন মাঠ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে এক ব্যক্তি গৃহপালিত পশুর জন্য ঘাস কাটতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। এ সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে ২ রাউন্ড গুলিসহ একটি দেশীয় পিস্তল, ৫টি হাতবোমা ও ২টি রামদা উদ্ধার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল-হোসাইন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো জব্দ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এগুলো এখানে রাখা হয়েছিল।

তবে কে বা কারা এসব অস্ত্র ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।


News Writer

SB

সর্বাধিক পঠিত