বৃহস্পতিবার, 22 মে 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় রুবেল হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেফতার ২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় স্থানীয় ইউপি সদস্যের ছোট ভাই রুবেল মন্ডলকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার আশরাফ আলী মন্ডলের ছেলে আমজাদ মন্ডল (৪৫) এবং একই এলাকার সেরাজ উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর (৩৬)। বিজ্ঞপ্তিতে আমজাদকে রুবেল হত্যাকাণ্ডের মূলহোতা হিসেবে দাবি করা হয়।

র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহামুদ খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নিহত রুবেল মন্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার নায়েব আলী মন্ডলের ছেলে। তিনি তার বড় ভাই রুহুল আমিন মন্ডলের মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশকিছু দিন ধরে গ্রেফতারকৃত আমজাদের সঙ্গে মাছের ঘের নিয়ে রুহুল আমিনের বিবাদ চলে আসছিল। গত ৭ মে সকালে মাছের ঘের সংক্রান্ত বিরোধ মীমাংসার কথা বলে রুবেলকে পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেওয়া হয়। ওই দিনই রুবেলকে মাছের ঘেরের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় মৃতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে র‍্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‍্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


News Writer

SB

সর্বাধিক পঠিত