স্টাফ রিপোর্টার : সাভারে গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। গত কয়েকদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। দিনে রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এ অবস্থায় রোববার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি নেমেছে।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, চলমান প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় এখন অনেক বেশি বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন পড়ছে। বিশেষ করে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং আশপাশের শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য সাভারের আবাসিক এলাকাগুলোর কিছু অংশে বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী এবং শিশু-বৃদ্ধসহ সাধারণ মানুষ।
সাভার পৌর এলাকার শাহীবাগের বাসিন্দা হাসিনা বেগম বলেন, “ গত কয়েকদিন ধরে দিনে রাতে পাল্লা দিয়ে বিদ্যুৎ যায়। আবার একবার গেলে এক দুই ঘণ্টার বেশি থাকে। ছোট ছোট বাচ্চারা ঘেমে একেবারে অস্থির হয়ে পড়ে। ফ্যান বা এসির তো প্রশ্নই আসে না, পানি তুলে রাখাও কষ্টকর হয়ে গেছে।”
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, তীব্র তাপদাহে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এটি খুবই বিপজ্জনক হতে পারে। তারা পরামর্শ দিচ্ছেন যতটা সম্ভব ঘরে থাকার, বেশি পানি পান করার এবং সূর্যের সরাসরি প্রভাব থেকে দূরে থাকার।
সাভারবাসীর দাবি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে যেন জরুরি পদক্ষেপ নেয়া হয়। একইসঙ্গে যেন সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়—এমনটাই প্রত্যাশা করছেন তারা।