বৃহস্পতিবার, 22 মে 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে স্ত্রী দাবি করে তরুণীকে নিয়ে দুই যুবকের লড়াই, ভিডিও ভাইরাল

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ঘটলো রীতিমতো সিনেমাকেও হার মানানো এক বাস্তব নাটক! “স্ত্রী” দাবি করে এক তরুণীকে কেন্দ্র করে মুখোমুখি হয়ে গেলেন এক প্রবাসী ও আরেক স্থানীয় যুবক। ঘটনাস্থলে উত্তেজনার পারদ এতটাই চড়েছিল যে, পথচারী ও আশপাশের মানুষজন হতবাক হয়ে যান—কারণ পুরো ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং রাতারাতি ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, প্রবাসে থাকা এক যুবক (নিজের বাড়ি টাঙ্গাইল, নাগরপুর) সম্প্রতি দেশে ফিরে আসেন। তিনি দাবি করেন, ওই তরুণী তাঁর স্ত্রী এবং তিনি তাকে প্রবাসে থাকা অবস্থাতেও খরচ পাঠাতেন। কিন্তু দেশে ফিরে তিনি জানতে পারেন, তার স্ত্রী এখন আরেক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছেন। ওই যুবক আবার দাবি করছেন, ওই তরুণী এখন তাঁর স্ত্রী এবং তারা একসঙ্গে বসবাস করছেন।


এ ঘটনায় দুই পক্ষের তুমুল বাকবিতণ্ডা, কান্নাকাটি, হুমকি-ধামকি এমনকি “তুই কে, আমার বউ কেন তোর সাথে!” জাতীয় সংলাপে রাস্তায় তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। এক পর্যায়ে স্থানীয়দের কেউ ভিডিও ধারণ শুরু করলে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে।

ভিডিওতে দেখা যায়, প্রবাসী যুবক বারবার দাবি করছেন, তাঁর সঙ্গে বৈধ বিয়ে হয়েছে এবং তিনি এখনো তালাক দেননি। অপরদিকে, অন্য যুবক বলছেন, মেয়েটি তাঁর স্ত্রী এবং তাদের সংসার চলছে।

ঘটনার সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল যখন তরুণীর বিরুদ্ধে “ব্ল্যাকমেইল” এবং “জোর করে বিয়ে” করার অভিযোগ তোলে প্রবাসী যুবক। তিনি জানান, মেয়েটির কাছে তাঁর ব্যক্তিগত ছবি ও তথ্য ছিল, যেগুলো ব্যবহার করে তাকে মানসিকভাবে চাপে ফেলে বিয়ে করতে বাধ্য করা হয়।

শেষ পর্যন্ত স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে পুরো ঘটনাটি এখন নেটদুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে। ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করছেন ”বাস্তব জীবনে সিনেমার থেকেও বেশি নাটক হয়!”


News Writer

SB

সর্বাধিক পঠিত