বৃহস্পতিবার, 22 মে 2025
MENU
daily-fulki

নতুন নোটে থাকছে শহীদ আবু সাঈদ-মুগ্ধের ছবি?

স্টাফ রিপোর্টার : শেখ মুজিবুর রহমানের ছবিমুক্ত টাকার নোট ছাপবে বাংলাদেশ ব্যাংক। ঈদুল আজহা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নোট বাজাড়ে ছাড়ার কথা রয়েছে। নতুন নোটে ছবির জায়াগায় জুলাই-আগস্ট গ্রাফিতি এবং দেশের বিভিন্ন স্থাপনা থাকবে বলে জানা গেছিল।

তবে সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

এতে বলা হচ্ছে, নতুন ৫ টাকার নোটে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের ছবি থাকবে।

 

আজ বুধবার ফেসবুকে মুহাম্মদ ইশরাক নামের একজন লিখেছেন, 'সমস্যাটা সাইকোলজির। এমনভাবে আমাদের মনস্তত্ত্ব কাল্টিভেট করা হয়েছে যে একাত্তরের অনেক যুদ্ধাপরাধীকেও মুক্তিযোদ্ধা বিধায় হিরো মনে হয়, ব্রিটিশবিরোধী আন্দোলন করা অমুসলমান নামের কোন সন্ত্রাসীকেও মুক্তিযোদ্ধা মনে হয়।'

 

তিনি আরো বলেন, 'কিন্তু দেশের জন্য জীবন দিয়ে পৃথিবীর ইতিহাসের ভয়ংকরতম ফ্যাসিবাদের একটার পতন ঘটানো আবু সাঈদের ছবি ব্যাংক নোটে আমাদের সহ্য হয় না।

 

অথচ আবু সাঈদ একজন কৃষকের ছেলে। এই ছেলেটার ফার্স্ট জেনারেশন গ্রাজুয়েট হওয়ার কথা ছিল। রাষ্ট্র কবে এর আগে এভাবে একজন কৃষকের ছেলেকে শ্রদ্ধা করেছে?'

 

জানা গেছে, ২৭ মে বাজারে আসছে ২০ টাকার নোট। এতে কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দিরের ছবি থাকবে।

 

শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র ও আতিয়া মসজিদের ছবিযুক্ত ৫০ টাকার নোট ২৯ বা ৩০ মে এবং বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবিসংবলিত ১০০০ টাকার নোট ২ জুন বাজারে আসবে বলে জানা গেছে।

 

ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় আবু সাঈদ ও মুগ্ধের অবয়বসংবলিত ৫ টাকার নোট বাজারে আসবে ঈদের পর।

 

 


News Writer

SB

সর্বাধিক পঠিত