বৃহস্পতিবার, 22 মে 2025
MENU
daily-fulki

বিচারকাজের সরাসরি সম্প্রচার নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার : সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ মামলার বিচারকাজ বা কার্যধারা সরাসরি সম্প্রচার করা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংবিধানের ২৭, ৩১ এবং ৩৫(৩) অনুচ্ছেদের অধীনে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টে সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ মামলার বিচারকাজ বা কার্যধারা সরাসরি সম্প্রচারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

আজ মঙ্গলবার এক রিট আবেদনে প্রাথমকি শুনানির পর বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। 

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন সচিব ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালযয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন, আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। আর স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার।

 

পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলা সরাসরি সম্প্রচার করা হয়। সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুসারে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিচার একটি মৌলিক অধিকার। আদালত রুল দিয়েছেন। চূড়ান্ত শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করছি।

 

আগামী ২৬ জুন এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে বলে জানান এই আইনজীবী।

সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ মামলার বিচারকাজ বা কার্যধারা সরাসরি সম্প্রচারের নির্দেশনা চেয়ে আইনজীবী-শিক্ষার্থী মিলে ১০ জন আবেদনকারী এই রিট করেন। তাঁরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, আইনজীবী জায়েদ বিন আমজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, সাব্বির হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি ও শামিম শাহিদি।

রিটে রুল চাওয়া পাশাপাশি আদালতের কার্যধারার সরাসরি সম্প্রচারের জন্য নির্দেশিকা বা নীতিমালা তৈরির জন্য একটি কমিটি গঠন এবং পাইলট প্রকল্প হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্বাচিত মামলার সরাসরি সম্প্রচারে প্রয়োজনীয় কারিগরি ও প্রয়ুক্তিগত (লজিস্টিক) সহায়তা দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালযয়ের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছিল।

রিট আবেদনে বলা হয়, আদালতের বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার বিচার ব্যবস্থার স্বচ্ছতা, গ্রহনযোগ্যতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে।

 

আইনের শাসন, ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থা বাড়বে।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত